বাংলাদেশে পিজ্জা হাট স্বাভাবিক: যুক্তরাজ্যের ৬৮ শাখা বন্ধের সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায় প্রভাব ফেলবে না
যুক্তরাজ্যে পিৎজা হাটের ৬৮টি শাখা বন্ধ হলেও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিভ্রান্তিকর শিরোনামে গ্রাহকদের মধ্যে যে বিভ্রান্তি ছড়িয়েছে, সেটিও দূর করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যে পিৎজা হাটের ৬৮টি রেস্তোরাঁ বন্ধ এবং এর ফলে প্রায় ১২০০ কর্মীর চাকরি হারানোর খবর নিয়ে বাংলাদেশের ভোক্তাদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি দূর করা হয়েছে। পিৎজা হাট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না।
একটি গণমাধ্যমে 'বন্ধ হচ্ছে পিৎজা হাটের ৬৮ রেস্তোরাঁ, চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী' শিরোনামের সংবাদটি প্রকাশিত হওয়ার পর গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা মনে করেন, এই ঘটনা বাংলাদেশেও ঘটতে পারে।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী, রেস্তোরাঁ বন্ধের ঘটনাটি সম্পূর্ণরূপে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ এবং এটি সেখানকার পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিসি লন্ডন পাই লিমিটেডের কৌশলগত সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটি সম্প্রতি এফটিআই কনসাল্টিংকে প্রশাসক হিসেবে নিযুক্ত করার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
পিৎজা হাট কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই পরিবর্তন শুধুমাত্র যুক্তরাজ্যের ব্যবসার জন্য প্রযোজ্য। বাংলাদেশে তাদের ব্যবসা পূর্বের মতোই স্বাভাবিকভাবে পরিচালিত হবে এবং ভোক্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।