জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি দল আগামী বৃহস্পতিবার গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।

আজ সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দলগুলোর শীর্ষ নেতারা বৈঠক করেন। পরে দলগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

সংবাদ সম্মেলনে একই সঙ্গে সংশোধিত আরপিও বহাল রাখার বিষয়ে দলগুলোর অনড় অবস্থানের কথা জানানো হয়। এ বিষয়ে মামুনুল হক বলেন, সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। এর মধ্যে কোনো ধরনের বিয়োজন, পরিমার্জন কিংবা নতুন কোনো পরিবর্তন আমরা মানি না।

বৃহস্পতিবারের  কর্মসূচি প্রসঙ্গে মামুনুল হক বলেন, সেদিন সব দল শুরুতে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে পল্টনে আসবে। পরে পল্টন থেকে একযোগে গণমিছিল যাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির  সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করব তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে।

আর বৃহস্পতিবারের কর্মসূচির পরেও যদি দাবি পূরণ না হয়, তাহলে ১১ নভেম্বর দলগুলোর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান মামুনুল হক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর),  ইউনুছ আহমাদ, ও অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।