নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম 'নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের' (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে।আজ শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।সেখানে নতুন এই প্ল্যাটফর্মের তিনজন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়। তিন মুখপাত্র হলেন—মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান), নাজিফা জান্নাত ও ফেরদৌস আরা রুমী।এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে রয়েছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায়।তিনি বলেন, এনপিএ প্রতিষ্ঠিত হয়েছে ত...
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম 'নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের' (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।
সেখানে নতুন এই প্ল্যাটফর্মের তিনজন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়। তিন মুখপাত্র হলেন—মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান), নাজিফা জান্নাত ও ফেরদৌস আরা রুমী।
এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে রয়েছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায়।
তিনি বলেন, এনপিএ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে একত্রিত করার জন্য, যারা সামাজিক গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।