ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসা থেকে অধ্যাপক এরশাদকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ছাত্রদের যৌন হয়রানি করার অভিযোগে এক শিক্ষার্থীর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে বলেন, অধ্যাপক এরশাদ হালিমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেপ্তার করায় পুলিশের অনুমতির প্রয়োজন হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।'

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে রসায়ন বিভাগের একদল শিক্ষার্থী অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে তিনি শিক্ষার্থীদের তার কক্ষে ডেকে নিতেন এবং যৌন হয়রানি করতেন।