ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের একপর্যায়ে উপকূল এক্সপ্রেস ট্রেনে ইট-পাথর নিক্ষেপের ঘটনায় ১৬ ও ১৭ বছর বয়সী তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকা রেলওয়ে জেলার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেন ও যাত্রীদের ক্ষতিসাধন করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারকৃত দুইজনের বয়স ১৬ বছর এবং একজনের ১৭ বছর। ভৈরব স্টেশনের আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়েছে, ভৈরব স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসাইনের পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তিনজন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামি চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ট্রেনে ইট-পাথর নিক্ষেপের ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ ভৈরব রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।