উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া বাজারের ৪ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে কার্যালয়টি আংশিক পুড়ে যায়।আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, আজ রাত সাড়ে ১২টার পর অজ্ঞাত দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।তিনি বলেন, 'ওই সময় বিদ্যুৎ না থাকায় তাদেরকে চিহ্নিত করা যায়নি।'উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, 'আগুনে বিএনপি কার্যালয়ের চারটি চেয়ার ও...
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া বাজারের ৪ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে কার্যালয়টি আংশিক পুড়ে যায়।
আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, আজ রাত সাড়ে ১২টার পর অজ্ঞাত দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।
তিনি বলেন, 'ওই সময় বিদ্যুৎ না থাকায় তাদেরকে চিহ্নিত করা যায়নি।'
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, 'আগুনে বিএনপি কার্যালয়ের চারটি চেয়ার ও একটি টেবিলের আংশিক পুড়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।'