রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

পুলিশ জানায়, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করেন।

ওসি জয়নাল বলেন, 'আটক দুজনকে আমরা হেফাজতে নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।'

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে পুলিশ।