‘সুলতানের কৃষি জিজ্ঞাসা’ পাণ্ডুলিপি উপস্থাপন ও পাঠ পর্যালোচনা
চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের ধারাবাহিকতায় লেখক ও গবেষক পাভেল পার্থর গবেষণা 'সুলতানের কৃষি জিজ্ঞাসা' শীর্ষক পাণ্ডুলিপি উপস্থাপন ও পাঠ পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে।গতকাল শুক্রবার রাজধানীর গ্রীন রোডে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও দুনিয়াদারি আর্কাইভ।অনুষ্ঠানে গবেষক পাভেল পার্থ বলেন, এই গবেষণাটির প্রাথমিক তথ্যের উৎস মূলত সুলতানের চিত্রকর্মের জমিন। যে অঞ্চলে সুলতান জন্ম নিয়েছেন, ছবি এঁকেছেন, তা বৃহত্তর নড়াইল ও যশোর। এই অঞ্চলের কৃষকদের সঙ্গে মাঠ...
চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের ধারাবাহিকতায় লেখক ও গবেষক পাভেল পার্থর গবেষণা 'সুলতানের কৃষি জিজ্ঞাসা' শীর্ষক পাণ্ডুলিপি উপস্থাপন ও পাঠ পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর গ্রীন রোডে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও দুনিয়াদারি আর্কাইভ।
অনুষ্ঠানে গবেষক পাভেল পার্থ বলেন, এই গবেষণাটির প্রাথমিক তথ্যের উৎস মূলত সুলতানের চিত্রকর্মের জমিন। যে অঞ্চলে সুলতান জন্ম নিয়েছেন, ছবি এঁকেছেন, তা বৃহত্তর নড়াইল ও যশোর। এই অঞ্চলের কৃষকদের সঙ্গে মাঠকর্মে অংশগ্রহণ প্রাথমিক সূত্র হিসেবে কাজে দিয়েছে।
তিনি আরও বলেন, ১৯৫৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সুলতানের আঁকাআঁকি বা শিল্পকর্ম তেমন পাওয়া যায় না। মূলত ১৯৭৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ২০ বছরের সময়ে তিনি যেসব চিত্রকর্ম করেছেন সেগুলোকেই আমি বিশ্লেষণ করেছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ নিজার বলেন, শিল্পকে বিভিন্ন মাত্রা ও দৃষ্টিকোণ থেকে দেখবার ও বুঝবার জন্য পাভেল পার্থর কাজটি বর্তমান ও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ। পাভেল পার্থ যে মাত্রায় সুলতানের কাজের আলোচনা করেছেন তা প্রথাগত শিল্প আলোচনা বা সমালোচনা নয়।
সুলতান আমাদের সাংস্কৃতিক পঠন-পাঠনের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। ফলে এই বইটির গুরুত্ব এই মুহূর্তে যতটা না, সাংস্কৃতিক ইতিহাস ও শিল্পকলার ইতিহাস জানার জন্য এই বইটি বেশি গুরুত্বপূর্ণ হবে ভবিষ্যতে পাঠের জন্য।
পরিবেশ আন্দোলন সংগঠক আমিরুল রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম, শিল্পী ও শিক্ষক ঢালী আল মামুন, শিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান প্রমুখ।