শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় 'পেট্রলবোমা' নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ রোববার ভোররাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্মীদের ভাষ্যমতে, ৭-৮ জন যুবক অতর্কিতভাবে হামলা চালিয়ে কয়েকটি পেট্রলবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার ভেতরে এবং দুটি বাইরে পড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে...
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় 'পেট্রলবোমা' নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ রোববার ভোররাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্মীদের ভাষ্যমতে, ৭-৮ জন যুবক অতর্কিতভাবে হামলা চালিয়ে কয়েকটি পেট্রলবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার ভেতরে এবং দুটি বাইরে পড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।
তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক আছে।'
তিনি বলেন, এখানে মূলত পটকা-জাতীয় কিছু গেইটের ওপর আঘাত করে বিস্ফোরিত হয়েছে। এতে কিছু কাচ ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।