সীতাকুণ্ডে ট্রাকে ধাক্কা দিয়ে বাস খাদে পড়ে নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্প ট্রাককে ধাক্কা দিয়ে বাস রাস্তার পাশের খাদে পড়ে ৫ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের সবাই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে জানা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বটতল এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে।হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা দ্য ডেইলি স্...
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্প ট্রাককে ধাক্কা দিয়ে বাস রাস্তার পাশের খাদে পড়ে ৫ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে জানা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বটতল এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।'
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, 'ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।'
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, 'গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া, অন্তত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানি বলেন, বাসচালক ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান।
তিনি আরও বলেন, 'ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো নিহতদের পরিবারকে হস্তান্তর করা হবে।'