রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রী গুরুতর আহত
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রী ও সন্দেহভাজন হামলাকারীও আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় একটি দশতলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বিচারক। নিহত তাওসিফ রহমান নবম শ্রেণির ছাত্র ছিল। একই ভবনের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন—ভিকটিম ও সন্দেহভাজন হামলাকারী রক্তের মধ্যে পড়ে আছে। বিচারকের স্ত্রী ঘর থেকে...
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রী ও সন্দেহভাজন হামলাকারীও আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় একটি দশতলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বিচারক। নিহত তাওসিফ রহমান নবম শ্রেণির ছাত্র ছিল।
একই ভবনের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন—ভিকটিম ও সন্দেহভাজন হামলাকারী রক্তের মধ্যে পড়ে আছে। বিচারকের স্ত্রী ঘর থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমি তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে যাই।
তিনি আরও বলেন, যতদূর মনে পড়ে, হামলাকারীর ড্রাইভিং লাইসেন্সে নাম লেখা ছিল 'ইমন'। তার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।
পুলিশ জানায়, রামেক হাসপাতালের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, সন্দেহভাজন হামলাকারীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার পেছনের কারণ জানা যাবে।