দেশের নম্বর ওয়ান রিটেইল চেইন ব্র্যান্ড 'স্বপ্ন' গ্রাহকদের জন্য চালু করেছে চমকপ্রদ ক্যাম্পেইন—'স্বপ্ন প্রতিদিন লাখোপতি'।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অফারে ক্রেতারা মাত্র এক হাজার টাকার কেনাকাটায় পাচ্ছেন লাখোপতি হওয়ার সুযোগ।

পুরো নভেম্বর জুড়ে স্বপ্নের ৭৬০টিরও বেশি আউটলেট ও স্বপ্ন অনলাইন থেকে এক হাজার টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটা করলেই প্রতিদিন লটারির মাধ্যমে একজন ভাগ্যবান ক্রেতা জিতে নিচ্ছেন এক লাখ টাকা।

ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের চারজন বিজয়ীর হাতে ১২ নভেম্বর সন্ধ্যায় এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে স্বপ্নের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান।

অনুষ্ঠানটি স্বপ্নের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত 'প্রতিদিন লাখোপতি' ক্যাম্পেইনের প্রথম চারজন বিজয়ী হলেন—রোকসানা বেগম (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা),  মেহেদী হাসান (মেরুল বাড্ডা, ঢাকা), মো. ইকবাল হোসেন (বনানী, ঢাকা) ও মো. শাহাদাত হোসাইন (বাসাবো, ঢাকা)।

অনুষ্ঠানে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কেনাকাটা করা গ্রাহকদের মধ্য থেকেও পরবর্তী লাখোপতিদের নাম ঘোষণা করা হয় লটারির মাধ্যমে।

পুরো নভেম্বরজুড়ে চলবে 'স্বপ্ন প্রতিদিন লাখোপতি' ক্যাম্পেইন। ৩০ দিনে ৩০ জন ভাগ্যবান ক্রেতা জিতে নেবেন মোট ৩০ লাখ টাকা।

এ ছাড়া, নভেম্বরজুড়ে স্বপ্নের ক্রেতাদের জন্য থাকছে আরও নানা আকর্ষণীয় অফার।