পাবনায় শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা কানের দুল ছিনিয়ে নিতে হত্যা
পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ। নিহত হাফসা খাতুন সদর উপজেলার কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে হাফসা শালগাড়িয়া সরদারপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।ওসি আব্দুস সামাদ...
পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ।
নিহত হাফসা খাতুন সদর উপজেলার কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে হাফসা শালগাড়িয়া সরদারপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।
ওসি আব্দুস সামাদ বলেন, শনিবার সন্ধ্যা থেকে হাফসা নিখোঁজ ছিল। রাত ১০টার দিকে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানের দুল ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।