অবৈধ ভিওআইপি পরিচালনায় ২ চীনা নাগরিকসহ ৩ জন জেল হাজতে
খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া ভ্রমণ ও অবৈধ ভিওআইপি পরিচালনার অভিযোগে আটক দুই চীনা নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশিকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ শনিবার আদালত এ আদেশ দেন।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গ্রেপ্তার তিনজন হলেন— চীনা নাগরিক জিয়াং ছেং থং, টেং তংগু এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. আসিফ উদ্দিন।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থ ত...
খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া ভ্রমণ ও অবৈধ ভিওআইপি পরিচালনার অভিযোগে আটক দুই চীনা নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশিকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার আদালত এ আদেশ দেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন— চীনা নাগরিক জিয়াং ছেং থং, টেং তংগু এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. আসিফ উদ্দিন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে পুলিশ ও বিটিআরসি যৌথ অভিযান চালায়। ওই সময় বিভিন্ন যন্ত্রপাতিসহ তাদের তিনজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৩২ পোর্ট ও ২৫৬ পোর্টের সিমবক্স, কানেকশন প্যানেল, পাওয়ার প্যানেল, ১৬০টি অ্যান্টেনা, বিভিন্ন রাউটার, পিওআর সুইচ, এনভিআর, ক্যাবল ও মাল্টিপ্লাগসহ মোট ১৬ ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়। সেগুলো জব্দ করে পুলিশ।
পরে আটক তিনজনের বিরুদ্ধে শুক্রবার রাতে বিটিআরসির উপ-সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
খাগড়াছড়ি কোর্ট পুলিশ পরিদর্শক মো. সোহেল আহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ রায়হানের আদালতে তোলা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।'