নোয়াখালীতে সতর্ক পুলিশ, গ্রেপ্তার ৪২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের 'লকডাউন' কর্মসূচি ঘিরে নোয়াখালী জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনমনে আতঙ্ক ও নাশকতা সৃষ্টিকারীদের দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলার নয়টি উপজেলায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা শহর ও বিভিন্ন উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ সময়কালে রাতভর আঞ্চলিক মহাসড়কে যানবাহনে তল্লাশিও চালানো হয়।নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের সূত্র জানায়, ১৩ নভেম্বর...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের 'লকডাউন' কর্মসূচি ঘিরে নোয়াখালী জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনমনে আতঙ্ক ও নাশকতা সৃষ্টিকারীদের দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলার নয়টি উপজেলায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা শহর ও বিভিন্ন উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময়কালে রাতভর আঞ্চলিক মহাসড়কে যানবাহনে তল্লাশিও চালানো হয়।
নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের সূত্র জানায়, ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচি ঘিরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ একযোগে সতর্ক অবস্থানে রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ইব্রাহিম বলেন, 'লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।'
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।