রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে।

আজ বুধবার সকাল ১০টার দিকে ককটেল-সদৃশ বস্তুগুলো দেখতে পান ইসির কর্মচারীরা। পরে শেরেবাংলা নগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

আজ বুধবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, 'নির্বাচন কমিশনের কম্পাউন্ড থেকে চারটি ককটেল-সদৃশ পটকা উদ্ধার করা হয়েছে। তবে এগুলো ককটেল নয়। সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা পটকাগুলো রেখেছে।'

ইসির গেটে দায়িত্বরত পুলিশ সদস্য মো. সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে নির্বাচন কমিশনের কর্মচারীরা প্রথমে চারটি বস্তু দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এগুলো স্কচটেপ দিয়েছে মোড়ানো ছিল।'

এর আগে গত ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে একটি ককটেল-সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করার কথা জানায় পুলিশ।

ইসি কর্মকর্তারা জানান, এই ঘটনার পর থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।