কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই নৌকাটি সম্পূর্ণ পুড়ে যাওয়াসহ পাশে থাকা আরও একটি নৌকার আংশিক পুড়ে গেছে।

গতরাতে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগকারীদের খুঁজছে পুলিশ।

স্থানীয়রা জানান, নৌকার মালিক মো. আবুল কালাম। ইঞ্জিনচালিত নৌকাটি দিয়ে তিনি যাত্রী পারাপার করতেন। গতরাতে নৌকাটি ঘাটে বাঁধা ছিল। তবে গভীর রাতে কে বা কারা তাতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পাশেই বাধা তার ছোট ভাই বাচ্চু মিয়ার নৌকাটিও আংশিক পুড়ে যায়। 

নৌকার মালিকদের দাবি, আগুনে তাদের তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আগুনে পুড়ে যাওয়া নৌকার মালিক আবুল কালাম জানান, গতরাত সাড়ে ১১টার দিকে তিনি নৌকাটি ঘাটে বেঁধে রেখে ঘুমাতে যান। এসময় নৌকায় কেউ ছিল না। ঘণ্টাখানেক পর মানুষের চিৎকারে তার ঘুম ভাঙে। এরপর নদীর পাড়ে গিয়ে দেখেন তার নৌকাটি দাউ দাউ করে জ্বলছে এবং পাশে থাকা ভাইয়ের নৌকাটিতেও আগুন ধরেছে। 

তিনি বলেন, 'সমিতি থেকে ঋণ নিয়ে কাঠের এই নৌকাটি তৈরি করেছিলাম। দুর্বৃত্তরা আমার একমাত্র সম্বল আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ক্ষতি পোষাব কেমন করে?'

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা ঘাটে বাঁধা নৌকায় আগুন দিয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিয়ে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'