ময়মনসিংহে ঘর থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘর থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন—রতন মিয়া (৩০) ও তার মেয়ে নরিয়া (৭)।আজ বুধবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।'রতন একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন, জানান হারুন।তিনি আরও বলেন, 'রতনের স্ত্রী জুলেখ...
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘর থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন—রতন মিয়া (৩০) ও তার মেয়ে নরিয়া (৭)।
আজ বুধবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।'
রতন একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন, জানান হারুন।
তিনি আরও বলেন, 'রতনের স্ত্রী জুলেখাকেও (২৫) গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
'হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে,' যোগ করেন তিনি।