মোটরসাইকেলে এসে আশুলিয়ায় বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক
ঢাকার আশুলিয়ায় ভোর রাতে সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, দুটি মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত চার জন বাসে আগুন দেন। ধারণা করা হচ্ছে, ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরেই এই অপরাধ ক...
ঢাকার আশুলিয়ায় ভোর রাতে সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, দুটি মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত চার জন বাসে আগুন দেন। ধারণা করা হচ্ছে, ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরেই এই অপরাধ করেছে দুষ্কৃতকারীরা।
ওসি বলেন, আগুন দেখে বাস থেকে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন বাসটির চালক সাত্তার।
সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, ভোরে আমি বাসে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। এ সময় আশেপাশে থাকা সিকিউরিটি গার্ডরা বাধা দিয়েছিলেন, কিন্তু তারা (দুষ্কৃতকারীরা) ফায়ার করে পালিয়ে যায়।
বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার প্রণব চৌধুরী বলেন, ভোরে মোটরসাইকেলে এসে কয়েকজন লোক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আমরা কোনো হতাহতের খবর পাইনি।