রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার রাত ১০টার ১২ মিনিটে তারা আগুন লাগার তথ্য পেয়েছেন।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, 'ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে, আরও চারটি পথে রয়েছে।'

তিনি আরও জানান, রাত ১০টা ২৭ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ওই ভবনে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার রয়েছে। ছয়তলা ভবনের ষষ্ঠতলায় আগুন লেগেছে।