সংসদে আলোচনার মাধ্যমে কানুনি সব ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন
আহমদীয়াদের নিষিদ্ধের দাবির ব্যাপারে আগামী জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে কানুনি সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।সালাহউদ্দিন বলেন, 'আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকেই এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল,...
আহমদীয়াদের নিষিদ্ধের দাবির ব্যাপারে আগামী জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে কানুনি সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সালাহউদ্দিন বলেন, 'আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকেই এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই—রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা যেটা সংযোজন করেছিলাম, মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল, অনুচ্ছেদ আট এর মধ্যে। সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন, আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি?'
'আওয়াজ তো কম' উল্লেখ করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি আবারও প্রশ্ন রাখেন, 'আপনারা চান সেটা পুনর্বহাল হোক?' আরও বলেন, 'ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব।'
তিনি বলেন, 'ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা-সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে দেয়, এ দেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতা, পীরে কামেল, হজরত উলামা-কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দ্বীন—যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি-দাওয়া আছে, আমরা সকল দাবি-দাওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি ব্যবস্থা...'
তার বক্তব্য শেষ হওয়ার আগেই মঞ্চের সামনে উপবিষ্ট অনেকে হট্টগোল শুরু করেন।
সালাহউদ্দিন আহমদ তাদের উদ্দেশে বলেন, 'কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এ জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'
তারা এবং মঞ্চে উপবিষ্ট কেউ কেউ সালাহউদ্দিন আহমদকে নিজ মুখে আহমদীয়াদের 'কাফির' ঘোষণার দাবি তুলে হইচই শুরু করলে তিনি বলেন, 'আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন, সেটা আইনের ভাষা না। আইনের ভাষা হচ্ছে, এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব।'
আহমদীয়াদের অমুসলিম ঘোষণার দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 'আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই। আমি আগেই বলেছি, যারা রাসুলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।'