আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথ আমিনবাজার, আশুলিয়া বেড়িবাঁধ এলাকাসহ একাধিক যায়গায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে।

আজ বুধবার দুপুরের পর থেকে এই তল্লাশি শুরু হয়েছে এবং আগামীকালও চলবে বলে জানিয়েছে পুলিশ।

সরেজমিনে আমিনবাজারে পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে বসানো চেকপোস্ট থেকে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সড়কে চলাচলরত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, যাত্রীদের গন্তব্য ও কোথা থেকে তারা আসছেন সে বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।

তল্লাশির সময়ে বিভিন্ন গণপরিবহনে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি করা ছাড়াও মুঠোফোনের গ্যালারি ঘেঁটে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা, তা দেখছে পুলিশ।

চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, 'কেউ যেন কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশি করা হচ্ছে।'

যাত্রীদের মোবাইল তল্লাশির বিষয়ে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, 'দেখেন অনেকেই আত্মগোপনে থাকে। আবার অনেকে নাশকতা সৃষ্টি করতে চায়। সেগুলোকে আমরা মোবাইল, ব্যাগ বা অন্যান্য জায়গাগুলো চেক করে দেখার চেষ্টা করি যে নাশকতার কোনো উপকরণ আছে কিনা।'

চেকপোস্ট থেকে কাউকে আটক করা হয়েছে কিনা, জানতে চাইলে ওসি বলেন, 'আমরা এখন পর্যন্ত ৪ জন সন্দেহভাজনকে আটক করেছি। তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।'

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে আজ বিকেল ৫টার দিকে বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর প্রবেশপথ, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া বেড়িবাঁধ এলাকা, নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা এলাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।'

তিনি বলেন, 'চেকপোস্ট থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'