কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১দিকে এ ঘটনা ঘটে।আজ বুধবার সকাল ৮টায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এস আই মঞ্জুরুল ইসলাম এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুজন তরুণ বাসের...
গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১দিকে এ ঘটনা ঘটে।
আজ বুধবার সকাল ৮টায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এস আই মঞ্জুরুল ইসলাম এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন।
রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুজন তরুণ বাসের পাশে গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে আগুন দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কয়েকটি আসনসহ নানা যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।