হাসিনা আমলে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে যেসব বিদ্যুৎ চুক্তি হয়েছে, সেগুলো এখন দেশের জন্য 'গলার কাঁটা' হয়ে দাঁড়িয়েছে। আরও এমন অনেক চুক্তি আছে, যেগুলো নিয়ে দেশ এখন ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও একই পথে হাঁটছে।আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ চলছে। দেশের মানুষ না খেয়ে কষ্টে আছে, ডেঙ্গু-চিকুনগুনিয়া...
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে যেসব বিদ্যুৎ চুক্তি হয়েছে, সেগুলো এখন দেশের জন্য 'গলার কাঁটা' হয়ে দাঁড়িয়েছে। আরও এমন অনেক চুক্তি আছে, যেগুলো নিয়ে দেশ এখন ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও একই পথে হাঁটছে।
আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ চলছে। দেশের মানুষ না খেয়ে কষ্টে আছে, ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে, আলু চাষিরা বিপাকে পড়েছে। এদিকে নজর না দিয়ে সরকার বৈদেশিক চুক্তি নিয়েই বেশি চিন্তিত।
জনগণের সমস্যা সমাধান না করে অন্য বিষয়ে মনোযোগ দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা বললেও নির্বাচন নিয়ে নানা ধরনের মতামত তৈরি হয়েছে। বিশেষত পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, গণভোটের কোনো আইনি ভিত্তি এখনো নেই। ভোটের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হলেও সমস্যা নেই। তবে আইনি ভিত্তি ছাড়া আইন প্রয়োগ ভবিষ্যতে সংকট তৈরি করবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমেন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।