হালুয়াঘাটে গারো নবান্ন উৎসব ‘ওয়ানগালা’
ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব 'ওয়ানগালা' উদযাপিত হয়েছে।আজ শনিবার উপজেলার রাংরাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির মুক্ত মঞ্চে 'আলোকিত হালুয়াঘাট' ও কালচারাল একাডেমির যৌথ আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবের নকমা (সভাপতি) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল স্বাগত বক্তব্য দেন এবং নগরা (বিশেষ ঢোল) বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।গারো সম্প্রদায়ের এই অন্যতম গুরুত্বপূর্ণ নবান্ন উৎসবে রীতি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফসল উৎপাদন এবং উর্বরতার জন্য ধানসহ ব...
ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব 'ওয়ানগালা' উদযাপিত হয়েছে।
আজ শনিবার উপজেলার রাংরাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির মুক্ত মঞ্চে 'আলোকিত হালুয়াঘাট' ও কালচারাল একাডেমির যৌথ আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের নকমা (সভাপতি) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল স্বাগত বক্তব্য দেন এবং নগরা (বিশেষ ঢোল) বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গারো সম্প্রদায়ের এই অন্যতম গুরুত্বপূর্ণ নবান্ন উৎসবে রীতি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফসল উৎপাদন এবং উর্বরতার জন্য ধানসহ বিভিন্ন কৃষিপণ্য সামনে রেখে সূর্যদেবতা ও দেবীর প্রতি কৃতজ্ঞতা জানান কামার (পুরোহিত)।
অনুষ্ঠানে জুম নৃত্যসহ গারোদের ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন গির্জা, গোত্র প্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং বিপুল সংখ্যক গারো ও বাঙালি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।
নানা এলাকা থেকে আগত গারো নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র হাতে শোভাযাত্রায় অংশ নেন। এতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।