ড্রামে খণ্ডিত মরদেহ: নিহতের বন্ধুকে খুঁজছে পুলিশ
ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু জরেজ ইসলামকে খুঁজছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রংপুর থেকে ঢাকায় আসার সময় আশরাফুলের সঙ্গে ছিলেন জরেজ। তবে হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক।আজ শুক্রবার আশরাফুলের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জরেজসহ অজ্ঞাতপরিচয় কয়েজনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, জরেজসহ অজ্ঞ...
ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু জরেজ ইসলামকে খুঁজছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রংপুর থেকে ঢাকায় আসার সময় আশরাফুলের সঙ্গে ছিলেন জরেজ। তবে হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক।
আজ শুক্রবার আশরাফুলের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় জরেজসহ অজ্ঞাতপরিচয় কয়েজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, জরেজসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন গত ১১ থেকে ১৩ নভেম্বর মধ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মজিবুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, জরেজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের বোন আনজিরা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, জরেজ মালয়েশিয়া প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে এসে আশরাফুলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। জরেজ নাকি আশরাফুলের সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলেন।
রমনা বিভাগের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, জরেজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ছিলেন। তবে হত্যার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি তার অবস্থান পরিবর্তন করতে থাকেন।
তিনি আরও জানান, প্রথমে তিনি রংপুরের দিকে রওনা হন। পরে পথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলের দিকে চলে যান। তার সর্বশেষ অবস্থান কুমিল্লায় শনাক্ত হয়েছে।
আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ ও আলু আমদানি করতেন। গত ১১ নভেম্বর রাতে জরেজের সঙ্গে তিনি ঢাকায় আসে। এরপর থেকে আশরাফুলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।