দিনাজপুরে দানিউল হত্যা মামলায় বাদীসহ কারাগারে ২
দিনাজপুরে আলোচিত দানিউল ইসলাম (৫৫) হত্যা মামলায় বাদীসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয় কিশোর নাগের আদালত এ আদেশ দেন। এর আগে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা রনি দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন—বাগেরহাট সদর উপজেলার উটকুল গ্রামের শেখের ছেলে আবু বক্কর বাদশা এবং নিহতের স্...
দিনাজপুরে আলোচিত দানিউল ইসলাম (৫৫) হত্যা মামলায় বাদীসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয় কিশোর নাগের আদালত এ আদেশ দেন। এর আগে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা রনি দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন—বাগেরহাট সদর উপজেলার উটকুল গ্রামের শেখের ছেলে আবু বক্কর বাদশা এবং নিহতের স্ত্রী ও মামলার বাদী রেজিয়া সুলতানা। তিনি দিনাজপুর পৌরসভার পাহাড়পুর এলাকার বাসিন্দা।
এর আগে শনিবার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার অন্য আসামি শাহ আলম কল্লোল। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
কল্লোল দিনাজপুর পৌরসভার উত্তর বালুবাড়ী এলাকার বাসিন্দা।
এসআই জাহাঙ্গীর বাদশা বলেন, রেজিয়া সুলতানা ও শাহ আলম কল্লোলের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরেই দানিউল ইসলামকে হত্যা করা হয়।
জবানবন্দির বরাতে তিনি জানান, রেজিয়া ও কল্লোল প্রায় ছয় মাস আগে দানিউলকে হত্যার পরিকল্পনা করেন। পরে হত্যাকাণ্ড বাস্তবায়নে তারা ট্রাকচালক আবু বক্করের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি করেন।
তিনি আরও বলেন, আবু বক্কর তিন সহযোগীকে নিয়ে গত ১২ ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া জিন্দাপীর গ্রামে দানিউল ইসলামকে হত্যা করেন।