ঢাকার ধোলাইপাড় এলাকায় আজ বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দৃস্কৃতিকারীরা একটি বাসে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, আজ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে এই আগুনের খবর দেন।

দুটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রোজিনা জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।