গাজীপুরের হারিকেন এলাকায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

জয়দেবপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তাজউদ্দীন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসটির পেছন দিকে হঠাৎ আগুন লেগে যায়।'

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। হঠাৎ আগুন লেগে গেলে যাত্রীরা লাফিয়ে বাস থেকে নেমে প্রাণ বাঁচান।

গাছা থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীয়ত উল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থলে আছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।'