ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব খেলার মাঠ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মাঠের ভূমিকা 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' উল্লেখ করে আদালত বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এসব মাঠ রক্ষায় কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা একটি রিট আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রায়ে আদালত পর্যবেক্ষণ দেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, সামাজিক যোগাযোগ এবং মানসিক বিষণ্ণতা দূরীকরণে খেলার মাঠ অপরিহার্য। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব মাঠ যথাযথভাবে সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মুরশিদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আনসুর রহমান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনিরুজ্জামান।

ঢাবির মাঠ দখল ও অব্যবস্থাপনার অভিযোগে রিটটি করা হয়েছিল ২০১২ সালে।