চট্টগ্রামে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় পাঁচ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।

অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—আলাউদ্দিন, মো. হেলাল, মো. বাবুল, মো. সোহেল ও বেলাল উদ্দিন মুন্না।

গত ৫ অক্টোবর চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি-মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে থাকাকালে অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা নিহত হন।

ঘটনার পর বাবলার বাবা আব্দুল কাদের বায়েজিদ বোস্তামী থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলার তালিকায় রয়েছেন সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ, রায়হান আলম ও মোবারক হোসেনসহ আরও অনেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সরোয়ারের বিরুদ্ধেও হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা ছিল।