টাঙ্গাইলের মধুপুরে উপজেলায় বাসচাপায় জাহিদ হাসান (১৮) এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় গোলাবাড়ি এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

জাহিদ উপজেলার বাসুদেব বাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার হাফিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।

'এরপর বিনিময় পরিবহনের একটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়,' বলেন তিনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহম্মেদ জানান, 'দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'