বান্দরবানে ৬ রোহিঙ্গা নাগরিক আটক
বান্দরবানের রেইচা সেনা চেকপোস্টে তল্লাশির সময় ৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়।সেনা রিজিয়নের দেওয়া এক প্রেস বিবৃতিতে এ ঘটনা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর রেইচা চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সময় বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়।পরে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে নিজেদেরকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।তারা হলেন— রহিমুল্লাহ (২৪...
বান্দরবানের রেইচা সেনা চেকপোস্টে তল্লাশির সময় ৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
সেনা রিজিয়নের দেওয়া এক প্রেস বিবৃতিতে এ ঘটনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর রেইচা চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সময় বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়।
পরে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে নিজেদেরকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।
তারা হলেন— রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) ও মো. সাগের (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে রাজমিস্ত্রির কাজ করতে বান্দরবানে যাচ্ছিলেন তারা।
জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সন্ধ্যার দিকে সেনাবাহিনীর একটি দল ৬ জন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অনুপ্রবেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও জানান, বান্দরবানে এ ধরনের হাজার হাজার রোহিঙ্গা আছে। কেউ রাবার বাগানে, কেউ রাস্তা নির্মাণ কাজে, কেউ রাজমিস্ত্রীর সহযোগী শ্রমিক হিসেবে কাজ করছে।