আজ এনায়েতুল্লাহ খানের মৃত্যুবার্ষিকী
ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ইংরেজি উইকলি হলিডে পত্রিকার প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের বিশতম মৃত্যুবার্ষিকী আজ।৬৬ বছর বয়সে ২০০৫ সালের ১০ নভেম্বর কানাডায় মারা যান এনায়েতুল্লাহ খান। তিনি যকৃতের ক্যান্সারে ভুগছিলেন। ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান অবজারভারের প্রদায়ক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি । ২০০৩ সালের জুনে সম্পাদক ও প্রকাশক হিসেবে ডেইলি নিউ এজ প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত তিনি দ্য বাংলাদেশ টাইমস-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন।সাংবাদিকতায় অসাম...
ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ইংরেজি উইকলি হলিডে পত্রিকার প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের বিশতম মৃত্যুবার্ষিকী আজ।
৬৬ বছর বয়সে ২০০৫ সালের ১০ নভেম্বর কানাডায় মারা যান এনায়েতুল্লাহ খান। তিনি যকৃতের ক্যান্সারে ভুগছিলেন।
১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান অবজারভারের প্রদায়ক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি । ২০০৩ সালের জুনে সম্পাদক ও প্রকাশক হিসেবে ডেইলি নিউ এজ প্রতিষ্ঠা করেন।
১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত তিনি দ্য বাংলাদেশ টাইমস-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন।
সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক অর্জন করেন।
১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন এনায়েতুল্লাহ খান।
১৯৩৯ সালের ২৫ মে জন্ম নেন এনায়েতুল্লাহ খান। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের পার্লামেন্টের সাবেক স্পিকার বিচারপতি মরহুম আব্দুল জব্বার খানের তৃতীয় সন্তান।