মাদারীপুরে অটোরিকশায় চাপা দিয়ে বাস খাদে, নিহত অন্তত ৬
মাদারীপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারানো বাস খাদে পড়ার ঘটনায় অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ঘটকচর ইউনিয়নের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ আজ রাত ৮টার দিকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।তিনি জানান, ঘটনাস্থলেই ৩ জন নিহত হ...
মাদারীপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারানো বাস খাদে পড়ার ঘটনায় অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ঘটকচর ইউনিয়নের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ আজ রাত ৮টার দিকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি জানান, ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন সার্বিক পরিবহনের চালকের সহকারী পান্নু মুন্সী ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শাহ আলমের ছেলে রুমান।
ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান এবং বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি মামুন।
ফায়ার সার্ভিসের মেডিকেল উইংয়ের এক কর্মকর্তা জানান, আজ বিকেল ৫টা ২৫ মিনিটে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং আনুমানিক ৫টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।