‘বকেয়া টাকা নিয়ে দ্বন্দ্ব’, চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় ছুরিকাঘাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ শুক্রবার দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ সানি নামে আরেক যুবককে আটক করেছে।পুলিশ জানায়, এনায়েত বাজার এলাকায় মোবাইল ফোন মেরামতের বকেয়া টাকা নিয়ে শুক্রবার ভোররাতে আকাশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সানি।'এক পর্যায়ে সানি ধারালো ছুরি দিয়ে আকাশকে আঘাত করেন। উপস্থিত কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি...
চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় ছুরিকাঘাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ সানি নামে আরেক যুবককে আটক করেছে।
পুলিশ জানায়, এনায়েত বাজার এলাকায় মোবাইল ফোন মেরামতের বকেয়া টাকা নিয়ে শুক্রবার ভোররাতে আকাশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সানি।
'এক পর্যায়ে সানি ধারালো ছুরি দিয়ে আকাশকে আঘাত করেন। উপস্থিত কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন,' বলেন করিম।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।