গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে বাসের আংশিক পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক হাবিবুর রহমান উকিল দ্য ডেইলি স্টারকে আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ইতিহাস পরিবহনের একটি বাসের অংশিক পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় ইতিহাস পরিবহনটির মালিক মোহাম্মদ টুটুল মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে আজ একটি অভিযোগ দায়ের করেছেন।'

বিকেলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। আগুনে বাসের কিছু আসন পুড়ে গেছে।