গায়ের রং 'সাদা' হওয়ায় বাবার তাড়িয়ে দেওয়া তিন বছরের শিশু আফিয়া ও তার মা ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

আজ শুক্রবার সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত যশোরের বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানাবাড়িতে গিয়ে এই আশ্বাস দেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের জন্য ১০ দিনের মধ্যে একটি ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি শিশুটির পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। আফিয়াকে তার বাবার পরিবারে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই বিএনপির শীর্ষ নেতৃত্ব এ উদ্যোগ নিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালে বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের সঙ্গে বাউলিয়া চানপাড়ার মোজাম্মেল হোসেনের বিয়ে হয়। ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের মেয়ে আফিয়ার জন্ম হয়। কিন্তু শিশুটির গায়ের রং অস্বাভাবিক হওয়ায় জন্মের পর মোজাম্মেল স্ত্রীকে ছেড়ে অন্যত্র চলে যান। এর আট মাস পর মনিরাকে তালাক দিয়ে বিদেশে চলে যান। এরপর থেকে মনিরা তার সৎমায়ের বাড়িতে ছিলেন।

এই ঘটনার খবর পেয়ে তারেক রহমান দলীয় নেতাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আজ সকালে অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির অন্য নেতা-কর্মীরা আফিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন।

অমিত বলেন, 'আগামী ১০ দিনের মধ্যে আফিয়ার জন্য একটি ঘর তৈরি করে দেওয়া হবে। আমরা তার পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করব। তাকে তার বাবার পরিবারে ফিরিয়ে আনার জন্যও পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি আরও বলেন, আফিয়া সম্ভবত কোনো জীনগত সমস্যায় ভুগছে। অসচেতনতা ও শিক্ষার অভাবে তার বাবার পরিবার ভুল ধারণা পোষণ করেছে। আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী আমরা আফিয়ার পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও থাকব।