রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় নৃশংস হামলায় তার ছেলে নিহত ও স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় তার ছেলে তৌসিফ রহমান নিহত হন এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং পুরো ঘটনার বিষয়ে সুপর্যবেক্ষণ তদন্ত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।

আহত তাসমিন নাহারের চিকিৎসা নিশ্চিত করতে সরকার নিবিড়ভাবে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন আইন উপদেষ্টা।

শোকবার্তায় প্রধান বিচারপতি বিচার বিভাগের সদস্যের পরিবারের ওপর এই হামলাকে 'জঘন্য, অমানবিক ও গভীরভাবে বেদনাদায়ক' বলে মন্তব্য করেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট এবং সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন।
সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট এ ঘটনার সব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তদন্তের প্রতিটি ধাপে সততা ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন প্রধান বিচারপতি।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আদালত ও বিচারকদের পাশাপাশি তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের আগের (২০২৪ সালের ২৮ নভেম্বর) নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।