বিএনপির ধন্যবাদ, জামায়াতের নিন্দা
নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণার পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে 'ধন্যবাদ' জ্ঞাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে 'নিন্দা'।আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে 'হ্যাঁ' অথবা 'না' ভোট দিতে হবে ভোটারদের।এ বিষয়ে তাৎক্ষণিক মতামত দেওয়া হলেও বিএনপি ও জামায়াত তাদের দলীয় সর্বোচ্চ সভায় আলোচনা...
নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণার পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে 'ধন্যবাদ' জ্ঞাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে 'নিন্দা'।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে 'হ্যাঁ' অথবা 'না' ভোট দিতে হবে ভোটারদের।
এ বিষয়ে তাৎক্ষণিক মতামত দেওয়া হলেও বিএনপি ও জামায়াত তাদের দলীয় সর্বোচ্চ সভায় আলোচনা করে চূড়ান্ত মতামত জানিয়েছে।
দলের স্থায়ী কমিটির সভা শেষে আজ রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, 'আজ জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনঃর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে ধন্যবাদ জানায়।'
তিনি আরও বলেন, 'একইসঙ্গে সভায় গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।'
এর আগে রাত সাড়ে ৯টার দিকে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় পাঁচটি দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা আটটি ইসলামি দলের নেতারা তার সঙ্গে ছিলেন।
জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, 'আমরা আশা করেছিলাম, আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে নির্বাচন ও বিভিন্ন দাবি নিয়ে যে কিছুটা জট লেগে আছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরা জাতি স্বস্তি পাবে। কিন্তু আজকের পুরো ভাষণ বিশ্লেষণ করলে জাতির স্বস্তি ও মুক্তির প্রত্যাশা পূরণ হয়েছে, এটা বলা যায় না।'
তিনি আরও বলেন, 'ভাষণে কতিপয় বিষয় আছে, যেটি আমরা বিবেচনায় নিতে পারি। আবার কতিপয় বিষয় আছে, যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং এক কথায় যদি আমরা এটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাহলে সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না।'
জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই সনদে সাক্ষরের পরও 'বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছে। অথচ তারা পুরো প্রক্রিয়ায় খুবই সক্রিয় ছিল।'
বিএনপি নেতারা 'একজন একেক ধরনের কথা' বলেছে উল্লেখ করে তিনি বলেন, 'কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে। কেউ বললেন, আমরা জুলাই সনদ চাই, তবে নির্বাচন ও গণভোট একসাথে চাই। কেউ কেউ বললেন সংস্কার করার প্রয়োজনই নেই। আবার কেউ বললেন, বিএনপির ৩১ দফাই সবচেয়ে বড় সংস্কার। আবার কেউ বললেন, সংস্কারের বাপ হচ্ছে বিএনপি। এই নানামুখী কথার ভেতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট বিষয়ের রূপান্তরিত হলো।'
নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনে প্রধান উপদেষ্টার যুক্তিগুলোকে 'ঠুনক' উল্লেখ করে তাহের বলেন, 'একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে। কিন্তু জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয়। সে হিসেবে যেটা খরচ হবে, এটা উপকারের তুলনায় অত্যন্ত নগণ্য। আর দুই, জাতীয় নির্বাচনে যদি একসঙ্গে গণভোটটা হয়, তাহলে গণভোটে যেগুলো মানুষ হ্যাঁ বলবে, সেগুলো বাস্তবায়নে জটিলতা তৈরি হবে।'
প্রধান উপদেষ্টা সনদ জারি করায় 'ধন্যবাদ' জানিয়ে তিনি বলেন, 'কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য। এখানে তিনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এ কথা বলে যে, গণভোট আর জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। এটার আমরা নিন্দা জানাচ্ছি।'
তিনি আহ্বান জানান, নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের সিদ্ধান্ত যেন প্রত্যাহার করা হয়।
পাঁচটি দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৮টি ইসলামি দল আজ বৈঠক করেছে এবং আগামীকাল সকাল সাড়ে ১০টায় আরেকটি সংবাদ সম্মেলন করবে বলেও জানান তাহের।