ইঞ্জিনে আগুন, ২ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ময়মনসিংহ-নেত্রকোণা রুটে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় যাত্রীবাহী বলাকা কমিউটারের ইঞ্জিনে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।আক্তার বলেন, 'ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণা উদ্দেশে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায়, ট্রেন থামানো হয়। যে...
ময়মনসিংহ-নেত্রকোণা রুটে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় যাত্রীবাহী বলাকা কমিউটারের ইঞ্জিনে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আক্তার বলেন, 'ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণা উদ্দেশে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায়, ট্রেন থামানো হয়। যে কারণে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।'
'ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠানো হলে দুপুর সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি,' বলেন তিনি।