বাগেরহাটে ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হন।

অপরদিকে ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুজন নিহত হয়েছেন।

বাগেরহাট

রামপাল উপজেলার তেতুলিয়া ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে বাসের ২ যাত্রী নিহত হন এবং ৭ জন আহত হন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া

ভোরে সরাইল উপজেলার বড্ডাপাড়া গরুর বাজার এলাকার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে একটি অটোরিকশাকে ট্রাকচাপা দিলে দুজন নিহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে।

নিহত দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।