আ. লীগের সঙ্গে বিএনপি ও জামায়াতের ব্যাকডোরে সমঝোতার বিষয়টি স্পষ্ট হচ্ছে: হাসনাত
আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও জামায়াতের ব্যাকডোরে সমঝোতার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার দুপুরে পিরোজপুরে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, 'বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে যে সখ্যতা গড়ার চেষ্টা করছে তা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি-জামায়াতের ত্যাগী নেতাকর্মীরা পালিয়ে বেড়িয়েছে, গুম হয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে।'...
আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও জামায়াতের ব্যাকডোরে সমঝোতার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ শুক্রবার দুপুরে পিরোজপুরে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, 'বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে যে সখ্যতা গড়ার চেষ্টা করছে তা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি-জামায়াতের ত্যাগী নেতাকর্মীরা পালিয়ে বেড়িয়েছে, গুম হয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে।'
'ব্যাকডোর সমঝোতার' কারণে ভোটাররা তাদের ভোট দেবে কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
'আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে' মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, 'আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামী লীগের পুনর্বাসন ও সমঝোতা এনসিপির কাছে অবাঞ্ছিত।'
গণভোটের হ্যাঁ ও না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে হাসনাত বলেন, 'গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগে হ্যাঁ ও না এ দুইয়ের মধ্য দিয়ে গণভোটের পক্ষে সরাসরি আদেশ চায় এনসিপি। এক্ষেত্রে কোনো প্রজ্ঞাপন নয়। আর এ আদেশ প্রধান উপদেষ্টাকেই জারি করতে হবে এবং এক্ষেত্রে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতির এ আদেশ দেওয়ার কোন এখতিয়ার নাই।'
তিনি বলেন, 'যারা মৌলিক সংস্কার চায় তারা "হ্যাঁ" এর পক্ষে এবং যারা বিপক্ষে তারা "না" বলছে।'
বিএনপি ও জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, 'যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে, তাদের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হবে। আর এনসিপি কোনো জোটে যাবে কি না, এটা সময়ই নির্ধারণ করবে। পাশাপাশি কারা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে সেটার ওপর নির্ভর করেই এনসিপি জোটে যাবে।'
নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত বলেন, 'রাষ্ট্রীয় এ সংস্থাটির কোনো নীতিমালা নেই। তারা ঘুম থেকে উঠে যখন যে প্রতীক দেখেন, সেই প্রতীক অন্তর্ভুক্ত করেন। তাই নির্বাচন কমিশনকে স্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানাই।'