সিরাজগঞ্জ কারাগারে বন্দি আহমেদ মোস্তফা খান বাচ্চু (৭০) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে।

সিরাজগঞ্জ কারাগারের জেলার এএসএম কামরুল হুদা জানিয়েছেন, বাচ্চু সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

'এদিন সকাল ৯টার দিকে অসুস্থ বোধ করলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, বাচ্চুর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে,' বলেন তিনি।

বাচ্চুর ছেলে কামাল আহমেদ খান স্থানীয় সাংবাদিকদের জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

কামরুল বলেন, 'গত ২৪ এপ্রিল আদালত বাচ্চুকে কারাগারে পাঠান। তার বিরুদ্ধে এনায়েতপুর থানায় চারটি মামলা রয়েছে, এর মধ্যে ১৫ পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।'